আইটি প্রোফেশনালদের জন্য CIPS মেম্বারশীপ

সাস্কাচুয়ান অকুপেশন ডিমান্ড লিস্টে কিছু কিছু প্রফেশনে আলাদা করে সার্টিফিকেশন দরকার পড়ে। নিচের তিনটি প্রফেশন এর মধ্যে অন্যতমঃ

১। Computer Engineer
২। Software Engineer and Designer
৩। Web Developer and Designer

Computer Engineer পেশায় আবেদনের জন্য আপনাকে APEGS – Association of Professional Engineers and Geoscientists of Saskatchewan এর মেম্বারশীপ হতে হয়।

Software Engineer এবং Web Developer দের জন্য CIPS – Canadian Association of Information Technology Professionals এর মেম্বারশীপ দরকার পড়বে। আমরা আজ CIPS মেম্বারশীপ নিয়ে কথা বলব।

CIPS মেম্বারশীপ আপনি তিনটা স্ট্যাটাসের মাধ্যমে অর্জন করতে পারেন:
১। AITP – Candidate Membership as an Associate Information Technology Professional
২। ISP – Certified Membership as an Information Systems Professional
৩। ITCP – Certified Membership as an Information Technology Certified Professional of Canada 

এর মধ্যে যে প্রোগ্রাম নিয়ে আজ আলোচনা করব তা হল কিভাবে ISP মেম্বারশীপ অর্জন করা যায়। ISP মেম্বারশীপ অর্জন করতে হলে আপনি ৭টা র‍্যুট ব্যবহার করতে পারেন। সেগুলো হল:
১। Established Academic Route
২। IT Industry Leader Route 
৩। Established IT Professionals Route 
৪। Education Plus Experience Route  
৫। Exam Route 
৬। Professional Experience Only Route (Must have entered the field prior to 1976)
৭। Upgrade from Candidate Membership (AITP) to I.S.P. –

Education Plus Experience Route ও Established IT Professionals Route নিয়ে আমরা পরে আলোচনা করব।

১। Established Academic Route: এই রুট হল মূলত শিক্ষক এবং রিসার্চারদের জন্য। এই র‍্যুটে এপ্লাই করতে হলে আপনার যা যা থাকতে হবে তা হলঃ
– কোন কানাডিয়ান বা সমমানের বিশ্ববিদ্যালয়ে Computer Science অথবা Management Information System বিভাগে ফুল-টাইম একাডেমিক পজিশন যেখানে তার র‍্যাংক মিনিমাম সহকারী অধ্যাপক থাকবে।
– তার পেশায় শিক্ষক এবং রিসার্চার হিসেবে প্রতিষ্ঠিত।
– কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা।
– BOK এর যে কোন এরিয়া নিয়ে Ph.D. করা থাকতে হবে, যা হতে হবে এপ্লাই করার ৫ বছর আগে।
– CS বা MIS রিলেটেড কোর্সে কমপক্ষে ৩ বছর আন্ডারগ্রাজুয়েট লেভেলে শিক্ষকতা করার অভিজ্ঞতা।
– CS বা MIS রিলেটেড কোর্সে কমপক্ষে ২ বছর রাজুয়েট লেভেলে শিক্ষকতা দেবার অভিজ্ঞতা।
– ২ জন সিনিয়র লেভেল আন্ডারগ্রাজুয়েট ছাত্র অথবা ২ জন গ্রাজুয়েট লেভেল ছাত্রকে সুপারভাইস করার অভিজ্ঞতা যার মধ্যে মিনিমাম একজন অলরেডি Ph.D. করে ফেলেছেন।
– জার্নালে কমপক্ষে ৪টি আর্টিকেল পাবলিকশেন।
– তার ডিপার্টমেন্টের বাইরে থেকে তার রিসার্চের জন্য ফান্ডিং।

You may also read:  কিভাবে IRCC তে কল করবেন

২। IT Industry Leader Route: এই র‍্যুটটি হল যাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড IT না, কিন্তু এই প্রফেশনে আছেন। এই র‍্যুটে এপ্লাই করতে হলে আপনার যা যা থাকতে হবে তা হলঃ
– ১২ বছরের অভিজ্ঞতা।
– কোন কোম্পানির ডিসিশনাল এবং অপারেশনাল লেভেলে কাজের অভিজ্ঞতা (CIO, GM, CEO, CTE or at least an IT director who deals with IT managers and professionals)
– একজন ISP হোল্ডার কর্তৃক স্পন্সরকৃত।

৫। Exam Route: এই র‍্যুটে এপ্লাই করতে হলে আপনার যা যা থাকতে হবে তা হলঃ
– CCP বা CBIP Mastery Level এর সমতুল্য ICCP সার্টিফিকেশন, সাথে ৫ বছরের অভিজ্ঞতা, অথবা
– ব্রিটিশ কম্পিউটার সোসাইটি এর ডিপ্লোমা লেভেল সার্টিফিকেশন, সাথে ৫ বছরের অভিজ্ঞতা, অথবা
– ব্রিটিশ কম্পিউটার সোসাইটি এর প্রফেশনাল গ্রাজুয়েট লেভেল সার্টিফিকেশন, সাথে ৪ বছরের অভিজ্ঞতা, অথবা

৬। Professional Experience Only Route: এই র‍্যুটটি হল যারা ১৯৭৬ সালের আগে এই প্রফেশনে ঢুকেছেন। তারা নিজেদের অভিজ্ঞতাসমূহ দিয়ে ফর্ম ফিলাপ করে এপ্লাই করতে পারেন, অথবা নিজের পূর্ণ সিভি পাঠিয়ে ইন্টারভিউ এর মাধ্যমে এপ্লাই করতে পারেন।

৭। Upgrade from Candidate Membership (AITP) to I.S.P.: কারো যদি অলরেডি AITP মেম্বারশীপ থাকে, তবে তিনি নির্ধারিত কাজের অভিজ্ঞতা অর্জন করে ISP এর জন্য এপ্লাই করতে পারেন।

এবারে আসি সবচেয়ে পপুলার এবং সহজ ২টা র‍্যুট নিয়েঃ

৩। Established IT Professionals Route: এই র‍্যুটটি হল পয়েন্ট বেইজড। আপনাকে ২১ পয়েন্ট অর্জন করতে হবে। এপ্লিকেশন ফর্মে ১১টা টেকনিকাল ফিল্ড থাকবে যার মধ্যে কমপক্ষে ৬টি ফিল্ডে আপনার দক্ষতা/অভিজ্ঞতা থাকতে হবে। আপনার দক্ষতার লেভেলের ওপর ভিত্তি করে আপনি আপনার লেভেল ডিসাইড করবেন। লেভেল ১ এর জন্য ১ পয়েন্ট, লেভেল ২ এর জন্য ৩ পয়েন্ট, লেভেল ৩ এর জন্য ৪ পয়েন্ট এবং লেভেল ৪ এর জন্য ৫ পয়েন্ট পাবেন। আপনি নিজেকে পয়েন্ট দিয়ে সাবমিট করবেন আপনার এপ্লিকেশন। সাথে আপনার কাজের অভিজ্ঞতা/রেফারেন্স লেটার পাঠাবেন যেখানে আপনার দায়িত্ব ভালভাবে উল্লেখ থাকবে। CIPS আপনার এপ্লিকেশন এবং কাজের রেফারেন্স লেটার স্টাডি করে আপনাকে ফাইনাল পয়েন্ট দিবে। সেই ফাইনাল পয়েন্ট টোটাল ২১ হলে আপনি সার্টফিকেশন পাবেন। যে টেকনিকাল ফিল্ড গুলি থাকবে তা হল:
– Core (মিনিমাম লেভেল ২ হতেই হবে)
– Technical Area – Architecture
– Technical Area – Computer Networks
– Technical Area – Database Systems
– Technical Area – Object Oriented Programming
– Technical Area – Project Management
– Technical Area – Service Management
– Technical Area – Software Engineering
– Technical Area – Systems Analysis
– Technical Area – Systems Design
– Technical Area – The Internet and the Web

You may also read:  My IELTS Experience - 7.5

আপনার সবগুলোতেই অভিজ্ঞতা থাকতে হবে এমন নয়, কিন্তু কমপক্ষে ৬টা ফিল্ডে থাকতেই হবে। উদাহরণ:

৪। Education Plus Experience Route: এটা তুলনামূলক সবচেয়ে সহজ র‍্যুট। এই র‍্যুটে এপ্লাই করতে হলে, আপনাকে নিচের যে কোন একটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবেঃ
– এক্রিয়েটেড বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদী CSE, SE or MIS কোর্স থেকে গ্রাজুয়েশন, সাথে ২ বছরের কর্ম অভিজ্ঞতা।
– এক্রিয়েটেড বিশ্ববিদ্যালয় থেকে ৩ বছর মেয়াদী CSE, SE or MIS কোর্স থেকে গ্রাজুয়েশন, সাথে ৩ বছরের কর্ম অভিজ্ঞতা।
– এক্রিয়েটেড বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদী অন্যান্য কোর্স থেকে গ্রাজুয়েশন, সাথে ৭ বছরের কর্ম অভিজ্ঞতা।
– নন-এক্রিয়েটেড বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদী অন্যান্য কোর্স থেকে গ্রাজুয়েশন, সাথে ৪ বছরের কর্ম অভিজ্ঞতা।
– নন-এক্রিয়েটেড বিশ্ববিদ্যালয় থেকে ৩ বছর মেয়াদী অন্যান্য কোর্স থেকে গ্রাজুয়েশন, সাথে ৫ বছরের কর্ম অভিজ্ঞতা।
– এক্রিয়েটেড ইন্সটিটিউট থেকে ৩ বছর মেয়াদী টেকলিকাল প্রোগ্রাম, সাথে ৪ বছরের কর্ম অভিজ্ঞতা।
– এক্রিয়েটেড ইন্সটিটিউট থেকে ২ বছর মেয়াদী টেকলিকাল প্রোগ্রাম, সাথে ৫ বছরের কর্ম অভিজ্ঞতা।
– নন-এক্রিয়েটেড ইন্সটিটিউট থেকে ৩ বছর মেয়াদী টেকলিকাল প্রোগ্রাম, সাথে ৬ বছরের কর্ম অভিজ্ঞতা।
– নন-এক্রিয়েটেড ইন্সটিটিউট থেকে ২ বছর মেয়াদী টেকলিকাল প্রোগ্রাম, সাথে ৭ বছরের কর্ম অভিজ্ঞতা।
– এক্রিয়েটেড ইন্সটিটিউট থেকে ১ বছর মেয়াদী পোস্ট গ্রাজুয়েশন প্রোগ্রাম, সাথে ৭ বছরের কর্ম অভিজ্ঞতা।

You may also read:  Unique display name and nickname in wordpress

এবার আপনার বিশ্ববিদ্যালয় যদি নন-এক্রিয়েটেড বিশ্ববিদ্যালয় হয়, তবে আপনাকে আপনার সার্টিফিকেটের Course-by-course ECA করাতে হবে। এই ECA রিপোর্ট ECA for Immigration Purpose এর সমান না। আপনি যদি ইতিমধ্যে ECA for Immigration Purpose করে থাকেন, তবে Course-by-course ECA এর নির্ধারিত ফী দিয়ে তাদেরকেই Course-by-course ECA করতে বলতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ডকুমেন্টস আবার পাঠাতে হবে না। Course-by-course ECA হাতে পেলে, সেই রিপোর্ট আপনার ISP এপ্লিকেশনের সাথে পাঠাতে হবে।

পাশাপাশি, আপনার কাজের রেফারেন্স লেটার দিতে হবে, যেখানে আপনার কাজের ডিটেইলস থাকবে। আর এপ্লিকেশন ফর্মে, আপনি আপনার অভিজ্ঞতা সম্বন্ধে কাজের তারিখ ও বিস্তারিত লিখবেন। সেখানে BOK কোডও আপনাকে অন্তর্ভুক্ত করতে হবে।

আপনাকে এর সাথে আরও দিতে হবে পার্সোনাল রেফারেন্স লেটার, যেটা ইস্যু করবে এমন কেউ যে আপনার উপরের পোস্টে আছেন এবং আপনার সর্বশেষ ২ বছরের কাজ নিয়ে কথা বলতে পারবেন। ISP নরমালি এদের সাথে যোগাযোগ করে থাকে।

পাদটীকা ১: BOK – Body of Knowledge Areas
এর অন্তর্ভুক্ত বিষয়গুলো হলঃ
a) Architecture
b) Networks
c) Databases
d) Object Oriented Programming
e) Project Management
f) Service Management
g) Software Engineering
h) Systems Analysis
i) Systems Design
j) The Internet and the Web

পাদটীকা ২: আপনাকে CIPS মেম্বারশীপের এপ্লাই করতে হলে আপনাকে অবশ্যই CIPS – Ethics পরীক্ষায় পাস করতে হবে। এই পরীক্ষা আপনি দিতে পারবেন এখানেঃ এটা সম্পূর্ন ফ্রী, এবং আপনি যতবার খুশি দিতে পারেন। এটি একটি ওপেন বুক এক্সাম। পড়ার জন্য পিডিএফ পাবেন এখানে।

পাদটীকা ৩: আপনি যদি কোন একটা ইভেলুয়েশন বডি থেকে ECA for Immigration Purpose করে থাকেন, তবে আপনাকে CIPS এর কাছে ডকুমেন্টস পাঠাতে হবে না। বরং, আপনি ইভেলুয়েশন বডি এর কাছ থেকেই আবার Course-by-course ECA করাতে পারেন, সেক্ষেত্রে বাড়তি ফী প্রযোজ্য। এরপরে, সেই ECA রিপোর্ট CIPS কে পাঠাতে অনু রোধ করবেন।

পাদটীকা ৪: CIPS এক্রিয়েডেট ডিগ্রী যারা দিচ্ছে

পাদটীকা ৫: CIPS এক্রিয়েডেট প্রোগ্রাম

You may also like...

2 Responses

  1. okar669 says:

    From where I can do ‘Course-by-course ECA’ ? If I do ECA from IQAS or CES, can I do ‘Course-by-course ECA’ from WES ?

  2. Assalamualaikum Vai, I am a Frontend and WordPress Developer with 4 years of experiences. I have completed Bachelor of Business Administration program under Stamford University. Is it possible to be a member of CIPS?

Leave a Reply

%d bloggers like this: