আমার ECA অভিজ্ঞতাঃ IQAS

শুরুতেই বলে নেই, আমি যা যা করেছি, আপনাদের তা তা করতে হবে এমন কথা নেই। IQAS এর সাইটে সকল তথ্য দেয়া আছে, ঠিকমত ফলো করলেই হবে। আমি যেটা শেয়ার করছি, তা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা – আমি যা যা করেছি আর কি।

প্রথমেই বলে নেই, আমার গ্রাজুয়েশন কোন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে নয়, বরং একটি ছোটোখাটো বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে – ইবাইস ইউনিভার্সিটি। তাই শুরু থেকেই কনফিউশনে ছিলাম যে কোথা থেকে ECA করাবো। WES আমাকে non-recognised দিবে আমি নিশ্চিত। আর ICES এর সাইটে বাংলাদেশের ৩০+ ভার্সিটির নাম দেয়া আছে যে এগুলোর ECA তারা করাবে না। এর মধ্যে আমার ভার্সিটির নাম আছে। জীবনে প্রথম বারের মত চুয়েট ছেড়ে আসার জন্য আক্ষেপ হল।

অনেক ঘাটাঘাটি করে বেছে নিলাম ৩টা প্রতিষ্ঠান – ICAS, IQAS, CES. তিনটা কেই ইমেইল দিলাম আমার অবস্থা বর্ণনা করে। তিনটাই আমাকে একই রিপ্লাই দিল – ফাইল না দেখে বলতে পারবে না – কি আজব! IQAS বাড়তি হিসেবে যোগ করল, প্রার্থী যখন পাস করেছে, তখন যদি ঐ ভার্সিটি UGC অনুমোদিত থাকে, তবে তারা সাধারণত ECA করে। আর ICAS লিখল যে, ওরা আগে IBAIS এর সার্টিফিকেট ECA করেছে।

যেহেতু ICAS আগে করেছে, তাই ওদেরকেই বেছে নিলাম। এপ্লাই করে ফেললাম। ওরা সময় নিবে প্রায় ৬ মাস! তারপর দেখলাম IQAS সময় নেয় ৩০ দিন মাত্র। মাথা ঘুরছে – ৬ মাস কি বসে থাকব, আবার ECA পাবার আগে IELTS নিয়ে পড়াশোনা করতে চাই না। ঠিক করে ফেললাম IQAS এও এপ্লাই করে দেই। এপ্লাই করার আর একটা কারণ হল, আমার ভার্সিটির মালিকানা নিয়ে গণ্ডগোল চলছে – তিন জন মালিক, তিনটা ক্যাম্পাস – তিনটা ওয়েবসাইট! মামলার কারণে ভার্সিটির একাডেমিক কার্যক্রম তখন বন্ধ। ৬ মাস পর যদি কিছুই না থাকে এই চিন্তায় IQAS এও এপ্লাই করলাম।

You may also read:  My IELTS Experience - 7.5

এবার পেপারস গুছানোর পালা। যদিও আমি শুধু ব্যাচেলর সার্টিফিকেটের জন্য ECA করাচ্ছি, তবুও আমি SSC, HSC ও Diploma সার্টিফিকেটও ফটোকপি করালাম – মার্কশীটসহ। এর পরে ভার্সিটিতে গিয়ে ২ কপি ট্রান্সক্রিপ্ট উঠানোর জন্য আবেদন করলাম। ভার্সিটি বন্ধ থাকা পরেও কিভাবে উঠালাম, সে আরেক গল্প – যেখানে ভিসি স্যারের সাথেও কয়েকবার ফোনে কথা বলতে হয়েছে! ট্রান্সক্রীপ্ট এর পাশাপাশি ২কপি টেস্টিমনিয়াল এর জন্য আবেদন করলাম, যেখানে উল্লেখ থাকবে যে আমি গ্রাজুয়েশন করেছি। আর ভার্সিটির সমস্ত কাগজ যেগুলোর ফটোকপি ছিল, সেগুলোতে “Checked and Verified” সিল লাগালাম এক্সাম কন্ট্রোলারের মাধ্যমে। ২টা খাম হলঃ

ভার্সিটির খামে যা দিয়েছিঃ

  • ১। IQAS এর প্রদত্ত রিকোয়েস্ট ফর্ম যেটা ভার্সিটিতে জমা দিতে হয়, এবং এক্সাম কন্ট্রোলারের স্বাক্ষর ও সিল যুক্ত করতে হয়
  • ২। টেস্টিমনিয়াল অরিজিনাল কপি
  • ৩। একাডেমিক ট্রান্সক্রীপ্ট অরিজিনাল কপি
  • ৪। কয়েকটা সেমিস্টারে স্কলারশিপ পাই, সেই সার্টিফিকেটের “Checked and Verified” সিল এবং এক্সাম কন্ট্রোলারের স্বাক্ষর ও সিল যুক্ত ফটোকপি।

এই খামটি ভার্সিটির অফিসিয়াল খাম, যেখানে ভার্সিটির নাম, লোগো, ঠিকানা ইত্যাদি থাকে। খামটি ভাল করে আটকে সংযোগস্থল গুলোতে ভার্সিটির সিল দেয়ালাম। মাঝখানে বড় করে Confidential সিল দেয়ালাম।

আমার খামে যা দিয়েছিঃ

  • ১। IQAS প্রদত্ত এপ্লিকেশন ফর্ম
  • ২। IQAS প্রদত্ত চেকলিস্ট
  • ৩। পেমেন্টের রশিদ
  • ৪। এপ্লিকেশন একনলেজমেন্টের প্রিন্ট কপি
  • ৫। পাসপোর্টের ফটোকপি
  • ৬। একটা ব্যক্তিগত পত্র
  • ৭। টেস্টিমনিয়াল অরিজিনাল কপি
  • ৮। সার্টিফিকেটের “Checked and Verified” সিল এবং এক্সাম কন্ট্রোলারের স্বাক্ষর ও সিল যুক্ত ফটোকপি
  • ৯। একাডেমিক ট্রান্সক্রীপ্ট অরিজিনাল কপি
  • ১০। কয়েকটা সেমিস্টারে স্কলারশিপ পাই, সেই সার্টিফিকেটের “Checked and Verified” সিল এবং এক্সাম কন্ট্রোলারের স্বাক্ষর ও সিল যুক্ত ফটোকপি
  • ১১। SSC, HSC এবং Diploma সার্টিফিকেটের ফটোকপি।
You may also read:  আইটি প্রোফেশনালদের জন্য CIPS মেম্বারশীপ

ব্যক্তিগত পত্র টা হল “To whom it may concern” টাইপের। এখানে আমি আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে বলি। বুঝাই যে, আমার গ্রাজুয়েশন কিন্তু ১৬ না, ১৮ বছরের। সাথে আমাদের ভার্সিটির অনলাইন রেজাল্ট পোর্টালের লিঙ্ক, ইউজারনেইম ও পাসওয়ার্ড দিয়ে দেই। কারণ, ওরা যদি সার্চ করে, আমার ভার্সিটির তিনটা লিঙ্ক পাবে। তিনটা তে রেজাল্টের তিনটা পোর্টাল। যার মধ্যে ২টাতে অবশ্যই আমার নাম নেই!

এরপরে DHL এর মাধ্যমে পরপর ২ দিনে আমার এবং ভার্সিটির খাম দুটো পাঠিয়ে দেই। এবার শুরু অপেক্ষার পালা।

DHL ট্র্যাকিং এর মাধ্যমে জানতে পারি যে, ২১শে জুন আমার ফাইল, আর ২২শে জুন ভার্সিটির ফাইলে ওখানে পৌঁছেছে। কিন্তু ওরা আমার ফাইলের AOR পাঠায় ২৮শে জুন, আর ভার্সিটির ফাইলের AOR পাঠায় ৩০শে জুন। এবার ৩০ দিন গণনা শুরু করলাম।

আগস্টের প্রথম সপ্তাহে টেনশন বেড়ে গেল। চিন্তা করলাম কল করি ওদেরকে। প্রথমবার কল করে জানলাম এখনো প্রসেসিং শুরু হয়নি আমার ফাইল। ২য় ও ৩য় বারও তাই। চতুর্থ বার জানলাম প্রসেসিং শুরু হয়েছে। পঞ্চম বার শুনলাম প্রসেসিং শেষ, কিন্তু ওরা রেজাল্ট বলতে পারবে না। ফাইল স্ক্যানিং এর অপেক্ষায় আছে। ষষ্ঠ বারও একই কথা শুনলাম। ৭ম বার, জানালো যে সামনের সপ্তাহে সফট কপি পাবো। অবশেষে ২৩শে আগস্ট সফট কপি পেলাম। ২৮শে আগস্ট হার্ড কপি বাসায় এলো।

You may also read:  কিভাবে IRCC তে কল করবেন

আমার রিপোর্টে একটু সমস্যা হয়েছিল। আমার মিডল নেইম বাদ পড়েছে। পরে আরও ২বার কল দেই। ওরা বলে ফ্যাক্স করতে, নয়তো ইমেইল করতে। আমি ইমেইল করলাম, তার ৮ দিনের মাথায় মিডল নেইম এড করে আমাকে সফট কপি পাঠায় ওরা। এখন হার্ড কপির অপেক্ষায় আছি।

পাদটীকা ১ঃ
কেউ যদি IQAS এ কল করতে চান, অবশ্যই রাত ৯.৩১ এ করবেন, কিউতে পড়তে হবে না। কল করার সময় রাত ৯.৩০ থেকে ভোর ৪.৩০, বাংলাদেশ সময়।

কীভাবে কল করবেনঃ বাংলাদেশ থেকে অনেকভাবেই কল করা যায় – মোবাইল বা ল্যান্ডফোনের মাধ্যমে। আমি স্কাইপ ব্যবহার করেছি। মাত্র ৭ ডলার খরচ করে মাসিক সাবস্ক্রিপশন কিনবেন (সাথে সাথেই ক্যান্সেল করে দিবেন যাতে পরের মাসে আর না কাটে), এতে পাবেন কানাডা, আমেরিকা সহ ৮টি নর্থ আমেরিকান দেশে আনলিমিটেড কল করার সুযোগ।

Google Hangout থেকে কল করতে পারেন, একদম ফ্রী!!! 

আমার কয়েকবার কল করে কথা বলা হয়ে গেছে। প্রতিবারই সকল প্রশ্ন গুলো শুনে এবং খুবই সুন্দর করে গুছিয়ে উত্তর দেয়।

My IQAS ECA Timeline:

  • 1. Application and Payment: 29th May
  • 2. My file sent: 15th June
  • 3. File sent by the university: 16th June
  • 4. My file reached IQAS: 21st June
  • 5. File sent by the university reached IQAS: 22nd June
  • 6. 1st AOR from IQAS: 28th June
  • 7. 2nd AOR from IQAS: 30th June
  • 8. ECA Report received by email: 23rd August
  • 9. ECA Report hard copy reached my home: 28th August

You may also like...

26 Responses

  1. Like WES, does IQAS have a “verification by email step” where they send mail to the university authority to verify the documents Applicant sent to them?

    I am a little bit hesitant on this. You haven’t mentioned this clearly in your post.

    IQAS mentioned in their FAQ that the certificate & transcript photocopies don’t need to be attested & verified while the applicant sends those to them.

    So, how do they actually complete the verification process?

    • Ashok Kumar Nath says:

      Nope, IQAS has no such step AFAIK.

      I don’t know how they verify the certificates. I have mentioned what I did for the ECA process 🙂

      • Nabi Bukhs Azad Murad says:

        Brother i am getting my preparation for ECA for my IBAIS certificates, I am planning to send to to IQAS as well, so ca i get some help from you regarding this ? This would be highly applicable. Thank you.

  2. Siddartho Sangkor Kirtonia. says:

    Dear Ashok,
    Thank you for your details information.
    I am Siddartho Sangkor Kirtonia. I also passed my BSC in CSE from IBAIS in 2005.
    I also completed MSc in Software Engineering from IUB. I have more than 11+ experience in software development in a well known NBFI of Bangladesh. Now I want to migrate to Canada. Can you please help me about ECA and other processes? Can you please inform me about which campus of IBAIS university you used. I passed from Dhanmondi campus. At that time there was no conflict and one campus only. I am waiting for your reply.

    Thanks,
    Siddartho.

    • Ashok Kumar Nath says:

      I have passed from Dhanmondi campus. So you can start processing too. About ECA, do you have any specific question? I will try to help.

    • Abdullah says:

      ভাই, আপনি ইবাইস, ধানমন্ডি শাখা থেকে কত সালে পাস করেছিলেন? ২০১৬ সালে বা তার পরে যারা পাস করেছে তারা কি ECA করতে পারছে? আপনি IQAS এর পাশাপাশি ICAS এ ও ECA এর জন্য এপ্লাই করেছিলেন৷ ওখান থেকে কি ECA করা গেছে? আরেক টি বিষয় জানা দরকার ছিল, কারো অনার্স ইবাইস থেকে করা কিন্ত মাস্টার্স ড্যাফোডিল থেকে করা হলে, সে কি ড্যাফোডিল এর মাস্টার্স দিয়েই ECA করিয়ে নিতে পারবে না?

  3. EMRAN says:

    Dear Brother,
    You did ECA for your graduation & Post Graduation? If it is Post graduation, did ECA recognized it as their Masters equivalent?
    Thanks

  4. Faraz says:

    Bhai, can you kindly share the format of your personal letter in my mail id ?

    • Ashok Kumar Nath says:

      There is no specific format. You can write however you want to write.

      • Iftekhar says:

        Brother, My duration of master is one year from a public University and I got evaluated my bachelor and Masters as Two or more certificates but not as Masters equivalent by WES. Will IQAS evaluate it as Masters? Please let me know.

  5. Anamika Bhattacharjee says:

    এক বছরের গ্রাফিক্স ডিজাইন ডিপ্লোমা দিয়ে কি পিএনপির জন্য এপ্লাই করা যায়? ৬ বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে।

  6. Tasnim Mafiz says:

    Hi vaiya, Thank you for sharing your experience. It’s very helpful. I’m also following this link for more information: www.alberta.ca/iqas-immigration-apply.aspx

    Two questions though:

    #1. Did you send transcripts by yourself or by your institution?
    #2. If you send it, then why did you need two envelopes and send them separately? Can’t you send them in one mail?

  7. Iftekhar says:

    brother, I completed my masters from Jagannath University which duration was 1 year after completing 4 yrs of bachelor degree. I got assessed my credentials from WES and they evaluated my degrees as “Two or more certificates”. WES doesn’t evaluated my masters as equivalent to Canada Masters degree. I am planning to go for IQAS since I heard it evaluates BD masters as masters degree. Do u know anything about it?

  8. Md Rokonuzzaman says:

    Ashok dada , i hope you are doing great . Need to contact with you regarding ECA through IQAS . Send you invitation on linkedin ..If possible kindly share me your contact and email . Need your support . Your post gave me a light to do eca as I was so down regarding IBAIS certificate access ment

  9. Tanzin says:

    whats the condition right now ?? are u successful ??

  10. Tarek says:

    Hi,

    I have completed BSC Engineering from World University of Bangladesh and Diploma with SSC under BTEB.

    Academic Qualification:

    Exam Title: Bachelor of Electrical Electronic Engineering (EEE)
    Concentration/Major: Electrical Electronic Engineering (EEE)
    Institute: World University of Bangladesh
    Result: CGPA: 3.03
    Grade: B, Year: 2012, Duration: 04 Years Course

    Exam Title: Diploma In Electrical Engineering
    Concentration/Major: Science & Electrical Technology
    Institute: Ahsanullah University Of Science And Technology
    Result: CGPA: 3.05
    Grade: B, Year: 2006, Duration: 04 Years Course

    Exam Title: S.S.C (Vocational) With Electrical Trade Course
    Concentration/Major: Science & Electrical Trade Course (02 Years)
    Institute: Bangladesh German Technical Training Center
    Result: CGPA: 4.36,
    Grade: A, Year: 2001, Duration: 02 Years Course

    My question: Do we need only ECA for Bachelor of Electrical Electronic Engineering or others also do we need. Please advice.
    Is IQAS recognized World University of Bangladesh?
    Please help and advice.

  11. Masud says:

    Why ICAS need original transcript. This is not a good deal.

  12. Adrish Chakma says:

    Dada I am x ibias (hotel.management)university student.have passed in 2017.now um trying to eca from iqas as per ur experience .canada have been recently introduced new immigration program which is known as rural and northern immigration program where eca and general ielts is mandatory.please advise accordingly. Will i eligible or not
    .

  13. Sanjida says:

    Via i also passed graduation from ibais un… But now i want to apply for canada is it possible now? Nd ECA ki korte gele kono prblm e porbo?? Uni r obostha to janen i. Can u plz help me? I mean provide info plz.

  14. Sanjida says:

    IQAS ER MADDHOME SENT KORTE GELE KONO PRBLM HOBE KI? AMI IBAIS THEKE PASS KORCI PLZZ SUGGEST ME

  15. Sanjida says:

    Bro can u tell me i have passed graduationfrom ibais uni..now i want to eca from iqas so r they will do it or reject it? Share ur opinion

  16. Sabbir ahmed says:

    Dear Bro,I have been completed BBA(AUB) and MBA(SEU-1 year) from different universities how i can ECA kindly tell the process step by step.

  17. Safayat Islam says:

    want to go for them. but i want to know they give the MBA (1 year course) as Masters or like WES they will give it as Bachelor?

  18. Sourav says:

    they give Masters degree to 1 Year MBA form IUB?

  19. Jamil says:

    Hello brother,
    Need some information.
    I just completed my MBA from Prime university. Its a 16 months 48 credit executive MBA.
    My background is Mechanical Engineering.
    What should me the best option to do ECA? Do you think IQAS will give it a MS?
    You know that getting the MS is the most important thing right now.
    Please let me know

Leave a Reply

%d bloggers like this: