Smile and Love

যখন অনেক ছোটো ছিলাম তখন বাবাকে কিছু কিনে দিতে বললে কিনে দিত আর বলতো তোদের কিছু দিয়েই তো আমি সুখী | তখন বুঝতামনা, ভাবতাম আমাদের কিনে দিয়ে সে কি করে সুখী হয় ! এখন অনেকটাই বুঝি | কারণ আমি যে এখন ভালবাসতে শিখে গেছি | না, আমি এখনো বাবা হইনি | কিন্তু ভালো তো বাসি | বাবা, মা, ভাই, বোন, বন্ধু-বান্ধব সবাইকেই ভালবাসি | ভালবাসার মানুষদের মুখে এক চিলতে হাসি দেখলে নিজের মন যে কত খুশিতে ভরে যায় তা বোঝানোর ভাষা এখনো আবিষ্কার হয়নি | সেই হাসি দেখে অনায়াসে ভুলে যাওয়া যায় নিজের দু:খ, না পাওয়ার বেদনা, হারানোর কষ্ট — সব | হৃদয় – সে যত ক্ষতবিক্ষতই হোক না কেন সে এক টুকরো হাসি যেন সেই ক্ষততেই প্রলেপ দেয় | পেটের দায়ে সারা দিন দৌড়ে এসে বাবা যখন তার ছোটো শিশু টিকে কোলে নেয়, শিশু টি যখন দৌড়ে এসে মায়ের বুকে ঝাপিয়ে পরে, ভাইয়ের কাছে যখন তার ছোটো বোনটি চকলেট এর আবদার ধরে, প্রেমিক যখন এসে প্রেমিকার পাশে বসে, স্বামী যখন তার স্ত্রীর আচলে আবদ্ধ হয় (and vice-versa) তখন মনে হয় সার্থক এ বেচে থাকা | একটা মানুষের জীবনে খুব বেশি কিছুর দরকার হয়না যদি তার অসীম ভালবাসার ভান্ডার থাকে | ভালবাসার মানুষদের মুখের এই এক চিলতে হাসি – তা লক্ষ কোটি টাকার বিনিময়েও কেনা যায় না – যেই হাসি ফুটাতে আমাদের অবিরাম ছুটে চলা |